গাজীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Slider ফুলজান বিবির বাংলা

গাজীপুর প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবি শিশু শিক্ষা সংগঠন  কেয়ার এডুকেশনস্ গাজীপুর এর আয়োজনে জেলার সর্ববৃহৎ শিক্ষাবৃত্তি প্রকল্প এম এ বারী শিক্ষাবৃত্তিতে বৃত্তিপ্রাপ্ত  ৪৮৫ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৬ আগস্ট শনিবার সকাল ৯ টায় জেলা পরিষদ গাজীপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এ কে এম রিপন আনসারী।

এম এ বারী শিক্ষাবৃত্তির পরিচালক মোঃ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, মাধ্যমিক উচচ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচাল মোঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাহবুব আদর্শ বিদ‍্যাপীঠ এর প্রতিষ্ঠাতা হাজী মাসুদুর রহমান, জিয়া পরিষদ গাজীপুর, মহানগর যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিম, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সহ সভাপতি; মনির হোসেন, ইউনুছ মিয়া শিমুল, সদর মেট্রো থানার সভাপতি, বাদল আহমেদ, আল মদিনা আইডিয়াল একাডেমি ও মাদরাসার পরিচালক মাওলানা আলী আকবর প্রমূখ।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর বিভিন্ন; বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক পরিচালক , অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলন। অনুষ্ঠানে অক্সফোর্ড ইন্টারন‍্যাশনাল স্কুলের একজন শিশুশিক্ষার্থী আরশিকে একটি পার্সোনাল কম্পিউটার প্রদান করা হয়।অনুষ্ঠানে স্মার্ট প‍্যারেন্টিং বিষয়ে আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন এর আলোচক আল রাগী।

জানা যায়, মেধাবী শিক্ষার্থীর উৎসাহিত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে এম এ বারী শিক্ষাবৃত্তি পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *