টঙ্গীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

Slider গ্রাম বাংলা


গাজীপুর: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে টঙ্গী বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে র‌্যালিটি শুরু হয়ে মহাসড়ক ও শাঁখা সড়কের প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে র‍্যালীতে অংশ গ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও ভজন-কীর্তনের মাধ্যমে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালীতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সহ সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রিদয় চন্দ্র বর্মন ও কোষাদক্ষ আনন্দ সরকার প্রমুখ।

সহযোগিতায় ছিলেন হিন্দু জনকল্যাণ সমিতি, উপদেষ্টা পরিষদ, যুব পরিষদ ও সনাতন ধর্মের ভক্তবৃন্দ।

র‌্যালী শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা অর্চনা, ধর্মীয় প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবকল্যাণের জন্য মন্ত্রপাঠ করা হয়। শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এসময় ভক্তদের কাছে শুভেচ্ছা ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, জন্মাষ্টমী শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *