আলাস্কার অ্যানকোরেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন নিশ্চিত করেছে এ তথ্য।
শুক্রবার স্থানীয় সময় ১টা ৮ মিনিটে অ্যানকোরেজে মার্কিন সামরিক ঘাঁটির বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প-পুতিন উভয়েই। তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়িতে চেপে বৈঠকের ভেন্যুতে যান দু’জন। সেখানে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয় তাদের মধ্যে।
এ বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ।
বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছে— সে সম্পর্কিত কোনো তথ্য বা ইঙ্গিত ক্রেমলিন দেয়নি। তবে ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে পুতিন এবং ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকেই বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জানা যাবে।
কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েনের পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছেন।
এই যুদ্ধ বন্ধের জন্যই আলাস্কায় বৈঠক করেছেন বিশ্বের দুই পরাশক্তির শীর্ষ দুই নেতা।
সূত্র : সিএনএন

