ঢাকা: দুই বিদেশি হত্যাকাণ্ডে জড়িত বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ছাড়াও সন্দেহের তালিকায় আরো রাজনীতিবিদ রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় ‘বড়ভাই’সহ রাজনীতিবিদরা জড়িত বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী। রাতে সংবাদমাধ্যকে তিনি জানান, বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম সন্দেহের তালিকায় রয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পত্রিকায় নাম এসেছে বিএনপি নেতা কাইয়ুমের। তিনি সন্দেহের তালিকায় রয়েছেন। শুধু কাইয়ুম নয়, সন্দেহের তালিকায় রয়েছেন আরও নেতা।