গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে এক অজ্ঞাত নামা যুবক(২২) গণপিটুনিতে নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টঙ্গী স্টেশন রোডে গাজীপুরের কালিগঞ্জ এলাকার হাবিবুর রহমান ও মনি আক্তার নামে দুই জন তাদের মোবাইল চুরির চেষ্টা করেন বলে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন। এসময় জনতা ওই যুবককে গণপিটুনি দেয়। এরপর অভিযোগকারী নারী ও পুরুষ ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অনবতি হলে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১ টায় ডাক্তার মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনতাইকারী মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনয়নকারী ও মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগকারী হাবিবুর রহমান ও মনি আক্তারের ঠিকানা ও ফোন নম্বর হাসপাতালের রেজিষ্টারে লেখা আছে। ওই দুটি নম্বরে ফোন দিলে হাবিবুর রহমান ফোন রিসিভ করেননি আর মনি আক্তারের ফোন রিসিভ করে একজন পুরুষ লোক বলেন, তিনি মনি আক্তারকে চিনেন না। তার বাড়ি চট্রগ্রামে। হাসপাতাল রেজিষ্টার অনুসারে হাবিবুর রহমান(৩২) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মো: আবু সাঈদের ছেলে। এবং মোছা: মনি আক্তার(২৪) একই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী।

