
ছবি( আনোয়ার বেপারী)
গাজীপুর: বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতা কর্মী নির্যাতিত হলেও অনেকে পদ থেকে বঞ্চিত। আবার ব্যাতিক্রম হলো, বিএনপি ও যুবদলের সাইনিং পাওয়ার পেয়ে গেছেন একই ব্যাক্তি।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ব্যাপারী। একই সাথে তিনি শ্রীপুর পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহাবায়কও। একই ব্যাক্তি বিএনপি ও অংগ সংগঠন যুবদলের দুটি গুরুত্বপূর্ণ পদে থেকে সাইনিং পাওয়ার ভোগ করছেন। এধরণের নজীর তেমনভাবে পাওয়া যায়নি।
শ্রীপুর পৌর বিএনপির এক নম্বর যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ব্যাপারী জানান, দুটি পদেই আছি। তবে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে সক্রিয় না।
এই বিষয়ে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো: বিল্লাল বেপারী বলেছেন, ঘটনা সঠিক। দুটি পদের বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নিতে পারে।
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা বলেন, বিষয়টি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক অবহিত।পরবর্তী করনীয় তারা ঠিক করবেন।
