‘তাভেলা হত্যার নির্দেশদাতা বিএনপি নেতা কাইয়ূম-

Slider জাতীয়

98776_kamal

 

 

 

 

 

ঢাকায় ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার খুনের নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা এমএ কাইয়ূমকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন তদন্তে তার নাম বেরিয়ে এসেছে। রাতে কয়েকটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। যদিও দিনে সাংবাদিকদের জানিয়েছিলেন, তাভেলা হত্যা পরিকল্পনায় রাজনীতিবিদরা রয়েছেন। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাইয়ূম গুলশান-বাড্ডা এলাকার সাবেক কমিশনার।
তাবেলা খুনের কয়েক দিন পর থেকেই কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে আসছিল যে ওই খুনের পরিকল্পনায় এক বড় ভাই জড়িত। সম্প্রতি এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, এ খুনের পরিকল্পনায় এক বড় ভাই জড়িত। কে এই বড় ভাই এ প্রশ্নে তিনি জানিয়েছিলেন, তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে। তবে তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী কথিত ওই বড় ভাইয়ের নাম প্রকাশ করলেন। ঢাকা ও রংপুরে দুই বিদেশী নাগরিক হত্যার পর থেকেই সরকারের দায়িত্বশীলরা বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছেন। তবে বিরোধী জোট বলছে প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এমন অভিযোগ দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *