গাজীপুরে জামায়াতের রেকর্ডভঙ্গ গণমিছিল

Slider রাজনীতি

গাজীপুর: জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে গাজীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত সকল সময়ের চেয়ে এই গণমিছিল অনেক বেশী লোক হওয়ায় এই মিছিল অতীতের সকল রেকর্ডভঙ্গ করেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক আলোকবর্তিকা। দেশের মানুষ তখন অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছে, এ দেশ অন্যায় মানে না।

সভাপতির বক্তব্যে গাজীপুর জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গির আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, নায়েবে আমির হোসেন আলী, জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, জেলা সেক্রেটারি মো. সফিউদ্দিন, সহকারি সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, মহানগর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও আফজাল হোসাইন, সাবেক সচিব শাহ আলম বকশী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি রেজাউল ইসলাম, জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, তামিরুল মিল্লাত মাদ্রাসা শাখার সভাপতি ইকবাল হোসেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে সার্ডি এলাকায় গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *