শীর্ষেই রয়েছেন সাকিব

খেলা
1445957722
টেস্টে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে এ অবস্থান জানানো হয়েছে। এতে টেস্ট অলরাউন্ডার হিসেবে সাকিব পেয়েছেন সর্বোচ্চ ৩৮৪ পয়েন্ট।
টেস্ট অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি পেয়েছেন ৩৪৭ পয়েন্ট। আইসিসি র‌্যাংকিংয়ে ওয়ানডে বোলার হিসেবে ৬৯০ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। টেস্টেও বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে রয়েছেন সাকিব  (১৮)। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচের পরে এই র‌্যাংকিং প্রকাশিত হওয়ায় এই ম্যাচের পারফরম্যান্সের একটা প্রভাব পড়েছে। পাকিস্তানের স্পিনার ১৮০ রান দিয়ে আট উইকেট নিয়ে বোলিং র‌্যাংকিয়ে দুই নাম্বারে উঠে এসেছেন। বোলিং র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন ডেল স্টেইন। দুবাই টেস্টে  দুই ইনিংসে ৮৮ ও ৭১ রান করা ইংল্যান্ডের রুট ব্যাটিং র‌্যাংকিংয়ে উঠে এসেছেন শীর্ষে । মঙ্গলবার পর্যন্ত শীর্ষে ছিলেন স্টিভেন স্মিথ। ব্যাটিংয়ে বাংলাদেশের সবার উপরে আছেন মমিনুল হক (২৫)। এরপর ২৬ ও ২৭ নম্বরে রয়েছেন তামিম ইকবাল ও সাকিব।
১২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট দল হিসেবে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া আর ভারতের অবস্থান ৫ নম্বরে। তালিকায় ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *