নওগাঁয় খাবারে বিষক্রিয়ায় অসুস্থ্য ৯ শিক্ষার্থী

শিক্ষা

1445972343

নওগাঁয় একটি মাদ্রাসায় খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে মকরামপুর সিদ্দিকা দারুল উলুম হাফেজিয়া এতিম খানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো, মো: এরশাদুল, মো: মাসুম, সোহরাব হোসেন, মো: আকাশ, মো: আব্দুল্লাহ, মো: মিথন, মো: অনিক, জাকারিয়া হোসেন ও সাব্বির হোসেন। শিক্ষার্থীদের বয়স সবার ৬ থেকে ৮ বছর।
মাদ্রাসার পরিচালক ইমরান হোসাইন জানান, মাদ্রাসায় ২২জন ছাত্র পড়াশুনা করে। মঙ্গলবার ৮জন ছাত্র ছুটিতে থাকায় প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে ১২জন ছাত্র সাদা ভাত, ডাল ও ভর্ত্তা দিয়ে খাবার খায়।
খাবারের ৫/৭ মিনিট পরে ছাত্ররা বমি করতে থাকে। অবস্থা বেগতিক দেখে ১২জন ছাত্রকে সদর হাসপাতালে নিয়ে আনা হয়।
চকপ্রসাদ মহল্লার অভিভাবক আশরাফুল ইসলাম জানান, ছেলের অসুস্থতার কথা শুনে তিনি মাদ্রাসায় ছুটে যান। অসুস্থ্য শিক্ষার্থীরা জানিয়েছে, দুপুরের ডাল পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল সেই ডাল রাতে খেয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী ধারণা করছে দুপুরের ওই ডাল খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।

নওগাঁর সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ এমদাদুল হক জানান, খাবারের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। অসুস্থতার জন্য খাবার স্যালাইন ও শরীরে স্যালাইনসহ অন্যান্য ওষধপত্র দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ্য এবং আশংকামুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *