কালিগঞ্জে সাংবাদিক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা

ছবি( গ্রেপ্তার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা)

গাজীপুর: কালিগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কালিগঞ্জের একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রাতুরা ছুটি রিসোর্টের একটি বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে কালিগঞ্জ থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে বলে পুলিশ জানায়। পরে শ্রীপুর থানায় সুনির্দিষ্ট মামলা থাকায় শ্রীপুর থানা পুলিশ তাকে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন বলেন, আমাদের সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশ আসামীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *