
ছবি( টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল)
গাজীপুর: ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক দলের কারারুদ্ধ এক নেতার উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে টঙ্গীর বড় দেওড়া হাজী পিয়ার আলী স্কুল মাঠে এই অনুষ্ঠান হয়।
জানা যায়৷ বর্তমানে কারাগারে থাকা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর( সম্প্রতি বহিস্কৃত) উদ্যোগে, মাইলস্টোন স্কুলের দূর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান নাঈম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সফিকুর রহমান হিমেল, স্বেচ্ছাসেবক দলের নেতা সোলেমান কবির, জহিরুল হুদা বাবু, বিপ্লব সরকার, বাবু, সালাম, মানিক,আলাউদ্দিন সোহাগ, কাউছার, পলাশ, সহ বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।
