
গাজীপুর প্রতিনিধিঃ পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নিরসন ও অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অপুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক গাজীপুর এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে ২৩ জুলাই বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক গাজীপুর কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ মোছাদ্দিকুর রহমান সভাপতি গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাহাব উদ্দিন, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদর মেট্রো থানা সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক, খোরশেদ আলম, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,বেলায়েত হোসেন, ফাহমিদুল হাসান রিজভী,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা বাপ্পি হাসান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, ফিরুজ ইকবাল প্রমুখ।
আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এ সময় পঞ্চম শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থী হুমায়রা জানায়, আমি এই দেশের সন্তান আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। বৈষম্যহীন বাংলাদেশে আমি বৈষম্য মেনে নেব না। এ সময় ছাত্রছাত্রীদের হাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবির প্লাকার্ড দেখা যায়। মানববন্ধনে উল্লেখযোগ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ করা গেছে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের প্রধান ফটকে বৈষম্যবিরোধী স্লোগান দেয়।
