আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় ওয়ার্র্ল্ড ভিশন কর্মকর্তাসহ ২ জন নিহত : আহত ৩

Slider জাতীয়

Barisal_427547433

 

 

 

 
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্র্ল্ডভিশনের এক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩ জন ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্র্ল্ড ভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি’র শিশু সুরক্ষা প্রকল্পের কর্মকর্তা রীণা রায় (২৫) ও মিন্টু আন্থন বৈরাগী (৪৫) ২১ অক্টোবর বুধবার সকালে কর্মস্থলে যাবার পথে বাকাল ১নং ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পোর সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রীণাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উপজেলা রতœপুর ইউনিয়নের ছয়গ্রামের ডিএসবি হাট এলাকায় একইদিন সকালে অবৈধ যান নসিমনের ব্রেক ফেল হলে সেটি গাছের সাথে উল্টে যায়। এসময় গৌহার গ্রামের প্রতীক হালদারের ছেলে মাছ ব্যবসায়ী হীরালাল হালদার (৫৫), নসিমন চালক সেরাল গ্রামের নয়ন কবিরাজ (২৫) ও অপর যাত্রী শ্যামল হালদার (৩২) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে হীরালাল মারা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *