গনতন্ত্রের জন্যই বিএনপির জন্ম হয়েছে–ডা. মাজহার

Slider গ্রাম বাংলা


ছবি( টঙ্গীতে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম)

গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, গনতন্ত্রের জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি বার বার ভোটে ক্ষমতায় এসেছে। বর্তমানে জাতীয় নির্বাচন ও এই নির্বাচনে বিএনপিকে ঠেকানোর জন্য নানা ধরণের ষড়যন্ত্র চলছে।

রবিবার (২০ জুলাই) বেলা ১১টায় টঙ্গী স্টেশন রোডে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি ডাঃ মাজহারুল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভোটাধিকার নিশ্চিত করেন। বিএনপি যত বার ক্ষমতায় এসেছে ততবারই ভোটে ক্ষমতায় এসেছে। যতবার ক্ষমতা ছেড়েছে ভোটেই ছেড়েছে। বিএনপি কোন সময় জোরপূর্বক ক্ষমতায় কোন সময় আসেনি। বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে বলেই বার বার গনতন্ত্রের কথা বলে, ভোটের কথা বলে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নানাভাবে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। ভোট বিলম্ব করতে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করে সতর্ক থাকার আহবান জানান।

টঙ্গী থানা প্রেসক্লাবের আহবায়ক এস এম মনির উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেনের সঞ্চালনায় ‎আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারী।

বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিকুর রহমান সেলিম, টঙ্গী থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী সৈকত, সাংবাদিক শংকর রায়, টঙ্গী থানা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক অমল ঘোষ, সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসা, সাংবাদিক সুজন সারোয়ার, মোস্তাকিন, রাজিব হাসান, আল আমিন, মো: শাহিন মিয়া, বিএ রায়হান, জাহাঙ্গীর আকন্দ, নুরুজ্জামান শেখ , পলাশ সরকার, পাভেল মিয়া, প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *