গাজীপুর: অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করার অপরাধে এক খামারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুরের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার গাজীপুর মহানগরের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে এই অভিযান হয়।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট
সুমি রানী দাস খামারের বর্জ্য ব্যবস্থাপনা খোলামেলা থাকায় পরিবেশ দূষণের দায়ে শাহজাহান সরকারকে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন । সেই সাথে বর্জ্যকে একটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
এই বিষয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট
সুমি রানী দাস বলেন, খামারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

