নেত্রকোণা জেলা আ. লীগের সহ সভাপতি টঙ্গীতে গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা


নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোণায় ৭-৮টি নাশকতার মামলা রয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোণায় প্রশান্ত রায়কে আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। সোমবার বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী।

ঐদিন সকালের কোনো এক সময় ছোট বাজারে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *