যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যুবদল নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা প্রয়াত এ নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল নেতাকর্মীরা এতে অংশ নেন।
এদিকে সকালে সাড়ে ১০টায় ফুল নিয়ে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেছেন যুব দলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আল মামুন। তবে আধা ঘণ্টা আটকে রাখার পর আবার যেতে দেওয়া হয় বলে জানান তিনি নিজেই।
কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, যুবদল নেতাকর্মীরা ফুল নিয়ে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছিলেন তাই কিছু সময়ের জন্য তাদের আটকে রাখা হয়। প্রধানমন্ত্রী যাওয়ার পর তাদের মাজারে যেতে দেওয়া হয়।