ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যের প্রতিবাদে এবং পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দিন ব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখা।
বৃহসপতিবার সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসনের অভ্যন্তরে এ কর্মসূচি শুরু হয়।
দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নাজীর আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপদেষ্টা মো. হাবিবুল্লাহ, গোলাম রউফ, মো. রইছ উদ্দিন, রহুল আমিন, আখতার হোসেন, আজহারুল ইসলাম, আ. রাজ্জাক, সিরাজ উদ-দৌলা প্রমুখ।
সংগঠন সূত্রে জানা যায়, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।