হঠাৎ ওমানে পৌঁছাল ইরানের দুই সরকারি উড়োজাহাজসহ ৩টি বিমান

Slider সারাবিশ্ব


টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছে ইরানে।

এমন অবস্থায় ওমানে পৌঁছেছে ইরানি ২টি সরকারি ও একটি বেসরকারি উড়োজাহাজ। উড্ডয়ন নজরদারি সাইটের বরাত দিয়ে এই তথ্য সামনে এসেছে।

যদিও ইরানি কর্তৃপক্ষ এখনও ওমানে কোনও আনুষ্ঠানিক সফর বা উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। বুধবার (১৮ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, আল জাজিরা কর্তৃক যাচাই করা ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরানের সরকারের রেজিস্টারভুক্ত দুটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে।

এছাড়া ইরানের বেসরকারি বিমান সংস্থা ‘মেরাজ এয়ারলাইনস’-এর আরেকটি বিমানও মাসকাটে নেমেছে বলে জানা গেছে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও ওমানে কোনো আনুষ্ঠানিক সফর বা উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, ওমান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে, বিশেষ করে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায়। ফলে, বর্তমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গোপন কূটনৈতিক উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *