গাজীপুরে ভাওয়াল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

কৃষি, পরিবেশ ও প্রকৃতি


গাজীপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার ক্যাম্পাসের খেলার মাঠের পাশে নিম গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী রাফসানজানি খন্দকার সজল এবং সংগঠনটির সাবেক যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী নয়ন দেওয়ান। “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস।
লাগুক সবার প্রানে”। এই প্রতিপাদ্য নিয়ে এবার সারাদেশ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রাফসানজানি খন্দকার সজল বলেন- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং ক্যাম্পাস সহ গাজীপুরকে সবুজায়ন করতে আমরা ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবো”।

ছাত্রনেতা নয়ন দেওয়ান বলেন- ” বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ক্যাম্পাসে আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারি নাই। তবে বিশ্ব পরিবেশ দিবসে আমরা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন রাস্তার পাশে প্রতিবছর বৃক্ষরোপণ করেছি। এবছর বিভিন্ন পতিত জমি ও রাস্তার পাশে বৃক্ষরোপণ করব ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, ভাওয়াল কলেজ ছাড়াও গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে সকল ইউনিট ছাত্রদলের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য আবদুল হাসিম, ছাত্রনেতা রুহুল আমিন,লিটন,আর এস সাহারা,সাব্বির বিন রুহুল,অয়ন, হৃদয়, সিয়াম,আবির,ফজল,ইমন, ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *