দ. এশিয়ায় ৭.৭ মাত্রার ভুমিকম্পে নিহত ৭৯

Slider সারাবিশ্ব

98515_e

৭.৭ মাত্রার শক্তিশালী একটি ভুমিকম্প আঘাত হেনেছে আফগানিস্থান, পাকিস্তান ও ভারতে ।বাংলাদেশেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৭৯ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। ভুকম্পনটি অনুভুত হয়েছে পার্শ্ববর্তী পাকিস্তান ও ভারতের বিরাট অংশজুড়ে। এ খবর দিয়েছে আল-জাজিরা। ইসলামাবাদ থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ভুকম্পনটি ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এদিকে, গার্ডিয়ানের খবরে বলা হয়, ভুকম্পনটির স্থায়িত্ব ছিল দুই মিনিটেরও বেশি। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, লাহোর, ফয়াসালাবাদ ও পর্বতশঙ্কুল চিত্রাল এলাকা, ভারতের নয়াদিল্লি ও আফগানিস্তান জুড়ে ভুকম্পনটি অনুভুত হয়। ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *