তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে—-ডা.মাজহার

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর মহানগরের ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কর্মসূচী উদ্ধোধন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম।

এসময় তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ষোল বছর দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। এবার সঠিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ৩১দফার আলোকে রাষ্ট্র মেরামতের সংস্কারের মাধ্যমে আপামর জনসাধারণের জন্য দেশে সুশাসন কায়েম হবে।
১১জুন,২০২৫ স্থানীয় আদর্শলিপি বিদ্যাপীঠের মাঠে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচী উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিদ তালুকদার, হাতেম আলী, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিকুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রিয়, নুরুল হক, লিঙ্কন, মোঃ আমিনুল ইসলাম, নাজমুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *