একদিন আগে ঈদ পালন করাকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা

Slider গ্রাম বাংলা

গাজীপুরে একদিন আগে সৌদি আরবের সাথে ঈদ পালন করাকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছে। ৬ জুন পবিত্র ইদুল আযহা উদযাপনের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল পাঁচটার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরি এলাকায় স্থানীয় মুসল্লিরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালনকে কেন্দ্র করে বিক্ষোভ করেন। খানকা দরবার শরীফ সংগঠনের উদ্যোগে আগামীকাল ৬ জুন ঈদুল আযহার নামাজ আদায় রুখে দেওয়ার অঙ্গীকার করেন তারা।

মোটর শোভাযাত্রা শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় এলাকার মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মুসল্লী হুমায়ুন কবীর, বাদল হোসেন, শরিফুল আলম, মুফতি ইলিয়াস হোসেন, নাসির পাটোয়ারী, সোহেল মিয়া প্রমুখ।

এসময় একটি মোটর শোভাযাত্রা অংশ নিয়ে তারা “ঈদের আগে ঈদ নয়, শরীয়তে বিধান নাই, ইসলাম প্রিয় এলাকাবাসী, রুখে দাড়াও রুখে দাঁড়াও” এই স্লোগানে উত্তাল করে তোলে।

মুসল্লিরা জানান, চাঁদপুর জেলা থেকে এসে গাজীপুর সদর উপজেলার ওই পূর্ব ডগরী এলাকায় দশ বছর আগে জনৈক মাহবুবুর রহমান খানকা দরবার শরীফ সংগঠনের ব্যানারে মাদরাসা প্রতিষ্ঠা করেন। মাদরাসায় কিশোর কিশোরদের নিয়মিত কুরআন শিক্ষা দেওয়া হয়। সংগঠনের সদস্যরা ওই মাহবুবুর রহমানের নেতৃত্বে যে কোনো উপায়ে ৬ জুন ঈদুল আযহার নামাজ আদায়ের ঘোষণা দেন। সপ্তাহ খানেক আগে এই ঘোষণা দিলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার স্থানীয় একটি মাদরাসা প্রাঙ্গনে এলাকাবাসী প্রতিবাদ সভার আয়োজন করে। মুসল্লিরা এবং স্থানীয় এলাকাবাসী ৬ জুন অনুষ্ঠেয় ঈদুল আযহা নামাজ আদায়ের থেকে বিরত থাকার অনুরোধ জানান। অনুরোধ উপেক্ষা করে ওই মাহবুবুর রহমান ৬ জুন ঈদুল আযহার নামাজ আদায়ের ঘোষণায় অটল থাকেন। এ নিয়ে বিবাদমান মুসল্লিদের দুটি পক্ষের মধ্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। স্থানীয়দের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *