বাংলাদেশ-তুরস্ক বিমান যোগাযোগে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

Slider জাতীয়

 

PID_bg_967816851

 

 

 

 

বাংলাদেশের সঙ্গে তুরস্কের সরাসরি বিমান যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দাওরিম ওজতুর্ক সৌজন্য সাক্ষাতে এলে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যেকার আন্তরিক ও গভীর সুসর্ম্পকের কথা তুলে ধরেন।

প্রযুক্তি ও কারিগরি শিক্ষা এবং কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে টার্কিশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (টিআইকেএ) সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে তুর্কি সুসর্ম্পকের কথাও উল্লেখ করে শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর জানালে তুর্কি রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস নির্মূলে বৈশ্বিক সংহতি ও সহযোগিতা প্রয়োজন।

দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সর্ম্পক আরও জোরদারে কাজ করবেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্য-শিক্ষা খাতসহ বিভিন্ন খাতে দুই দেশের এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

দাওরিম ওজতুর্ক ভিশন-২০২১’র প্রশংসা করে দুই দেশের মধ্যে ‍উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের ওপরও জোর দেন এ সময়।

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *