ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভিন্ন নামে আমদানি করা ১৫ হাজার বৈদ্যুতিক মিটার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, সোমবার সকালে তানিয়া এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট এসব মিটার খালাস করার সময় জব্দ করা হয়।
তিনি বলেন, “চীন থেকে ২৫১টি কার্টনে করে আসা মিটারগুলোর বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। শুল্ক কম দিতে ‘বৈদ্যুতিক সামগ্রী’ নাম দিয়ে এগুলো আমদানি করা হয়।”
শুল্ক কর্মকর্তা মইনুল জানান, বিদ্যুতের মিটার আমদানিতে ৬১ দশমিক ৯ শতাংশ শুল্ক দিতে হয়। আর বৈদ্যুতিক সামগ্রী আমদানির শুল্ক এর প্রায় অর্ধেক; ৩৭ শতাংশ।
“তাছাড়া জাতীয় পণ্য খালাসে বাধ্যতামূলক বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থার (বিএসটিআই) অনুমোদন নেওয়া হয়নি।”
সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।