ছবি-সোমবার থেকে শুরু হওয়া নরুন উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট
গাজীপুর: দলীয় সরকারের আমলে স্কুল মাঠ দখল করে পশুর হাট বসানোর অভিযোগ ছিল চিরায়ত। কিন্তু এখন অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার। এই সময়ে স্কুল মাঠে পশুর বাজার চললেও প্রশাসন বলছে জানিনা। তাহলে জনগনের প্রশ্ন,জানবেটা কে!
বুধবার( ৪ জুন) সরেজমিন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
জানা যায়, গাজীপুর– কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে নরুন উচ্চ বিদ্যালয়। রাস্তার পাশে বিদ্যালয় মাঠ। এই মাঠে ছেলে মেয়েরা খেলাধূলা করে। মাঠে কোরবানির পশুর হাট বসায় বেশ কিছুদিন আগে থেকে মাঠে খুৃটি বসানোর কাজ শুরু হয়। এতে ছেলে- মেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। গত সোমবার হাট বসেছে। কাল বৃহস্পতিবার ও শুক্রবার এই হাট চলবে।
নরুন উচ্চ বিদ্যালয়র মাঠে চলমান কোরবানি পশুর হাটে ঘুরাফেরা করতে থাকা কিশোর সিয়াম (১৬) জানায়, এখন মাঠে খেলাধুলা হতো। কিন্তু পশুর হাট হওয়ায় বেশ কয়েকদিন আগেই খেলাধুলা বন্ধ হয়ে গেছে।
কোরবানীর হাটে আসা ক্রেতা গাজীপুরের সেলিম জানান, স্কুলের মাঠে পশুর হাট বসানো ঠিক হয়নি। এখনতো আর রাজনৈতিক সরকার না যে, নেতারা জোরপূর্বক হাট বসাবে। তাহলে এটা করল কে!
এ বিষয়ে ইজারাদার শাহ আলম প্রধান বলেন, আমি নরুন উচ্চ বিদ্যালয়র সভাপতি। পশুর হাট স্কুল মাঠে না, বাজার মাঠে বসেছে।

(ছবি-কালিগঞ্জের বক্তারপুর মডেল স্কুল মাঠে পশুর হাট।
এদিকে সরেজমিন দেখা যায়, বক্তারপুর মডেল হাই স্কুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরবানীর পশুর হাট। স্কুল গেটের সামনে টানানো ব্যানারে লেখা ব্যবস্থাপনার ডাঃ রফিজুল ইসলাম। কিন্তু সরকারী ইজারার তালিকায় বক্তারপুর ইউনিয়নে একমাত্র পশুর হাট আলাউদ্দিনের টেক( আটলাব), ইজারাদার মো: শেখ ফরিদ। জানা যায়, ডাঃ রফিজুল ইসলাম দর্জি বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বক্তারপুর মডেল হাই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে শেখ ফরিদ বলেন, বক্তারপুর ইউনিয়নে একমাত্র পশুর হাটের ইজারাদার আমি। রফিজুল ইসলাম বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি স্কুল মাঠে কি ভাবে হাট বসিয়েছেন আমি জানিনা।
এ বিষয়ে সন্ধ্যা ৭ টা ০৭ মিনিটে ডাঃ রফিজুল ইসলামকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন বলেন, পশুর হাট ১৮ টি। বক্তারপুর মডেল স্কুল মাঠে পশুর হাট কি ভাবে বসল জানিনা। এটা উপজেলা প্রশাসনকে জিজ্ঞেস করুন।
এ বিষয়ে কালিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, স্কুলের মাঠে হাট বসানো বেআইনী। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

