
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের অ্যাডহক কমিটি বাতিল ও সভাপতির দুর্নীতির তদন্ত ও নতুন কমিটি গঠনের জন্য সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেইটে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐ কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের নেতৃত্ব দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কলেজের অ্যাডহক কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর নিয়োগ বাণিজ্য এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমানকে ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করে। এছাড়া জ্যেষ্ঠতা লংঘন করে অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান করা হয়। কলেজে নিয়মিত না আসার অভিযোগে গত পনেরো বছরে একাধিকবার শোকজ পাওয়া আওয়ামী দোসর ও বর্তমান সরকারের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালানো সাবেক মন্ত্রীর ভাগিনা মাসুদুল হককেও অবৈধ প্রমোশন দেয়ার অভিযোগ করা হয়! আওয়ামীলীগে যোগদান করা, ইন্টারমিডিয়েটের কৃষি বিজ্ঞানের শিক্ষক, আব্দুল মান্নান মোল্লাকেও বিধি বহির্ভূত অধ্যাপক পদে পদোন্নতি দেয়ারও অভিযোগ করা হয়। অথচ কৃষি বিজ্ঞান বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের নয়! ফলে কৃষি বিজ্ঞানের শিক্ষকও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী প্রমোশন পাওয়ার কথা নয়! সংবাদ সম্মেলন শেষে অভিযোগ পত্রটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে জমা দিয়ে এসব দূনীতির বিষয়ে অবহিত করা হয়। এ সময় কালেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদারসহ প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন!
