ডেস্ক রিপোর্ট : সারাদেশে ধারাবাহিকভাবে “গ্রাম বাংলার উন্নয়ঃ সংকট ও সম্ভাবনা” শীর্ষক গোল টেবিল বৈঠক করবে গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৯ ডিসেম্বর পর্যটন নগরী কক্সবাজারে হবে মডেল বৈঠক। ১০ ডিসেম্বর প্রথম বিভাগীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বন্দর নগরী চট্রগ্রামে।
আজ সোমবার গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কমের গাজীপুর অফিসে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়।
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম এর এডিটর ইন চীফ ড. এ কে এম রিপন আনসারী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই সিদ্ধান্ত হয়।
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ব্যবস্থাপনা সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মতামত ব্যক্ত করেন গ্রামবাংলানিউজের বিভাগীয় সম্পাদক(শিক্ষা) ডা: বোরহান উদ্দিন অরণ্য, সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, গ্রামবাংলার সাংবাদিক মোঃ জাকারিয়া, আলী আজগর খান পিরু ও সামছুদ্দিন।
সভায় সারাদেশের সকল বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে একই প্রতিপাদ্যের উপর গোল টেবিল বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তি সময় প্রত্যেক জেলায়ও অনুরুপ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।