গাজীপুর:গাজীপুর জেলা ড্যাব কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “শহীদ জিয়ার কালজয়ী দেশপ্রেম ও রাষ্ট্র সংস্কার” শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান আলোচক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম।
আজ শনিবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে এই অনুষ্ঠান হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের
প্রিন্সিপাল ডা. জোবাইদা সুলতানা, হাসপাতাল পরিচালক ডা. মোঃ আমিনুল ইসলাম, ড্যাবের যুগ্ম আহবায়ক ডা.কামরুল ইসলাম, ডা.শাহজাহান সিরাজ, সভাপতিত্ব করেন ড্যাবের আহবায়ক ডা.আলি আকবর পলান বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন ডা.খলিলুর রহমান।
পরবর্তীতে পার্শ্ববর্তী মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশু বাচ্চাদের সাথে মধ্যাহ্ন ভোজন করেন।


