ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর উপপরিচালক ও জামায়াত নেতা ডা. আল মামুন-উর-রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ৯টার দিকে নগরীর বায়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শাহ মখদুম থানা পুলিশ।
সোমবার রাতে শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিকে নগরীর বায়া এলাকা থেকে ডা. আল মামুন-উর-রশিদকে গ্রেপ্তার করেন এসআই হারুন। গ্রেপ্তারকৃত ডা. মামুনের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে।