হাসপাতাল থেকে ২৪ অক্টোবর বাসায় ফিরেছেন চিত্রনায়ক রিয়াজ। রয়েছেন পূর্ণাঙ্গ বিশ্রামে। ডাক্তারের পরামর্শে বেশকিছু দিন তাকে পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে। কোনো রকম অনিয়ম যেন না হয় সেদিকটি বিশেষভাবে দেখার চেষ্টা করছেন রিয়াজের সহধর্মিণী টিনা। তিনি জানান, এ্যাপোলে হাসপাতালের ডা. শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে ফোনে যোগাযোগের মাধ্যমে রিয়াজের আরও সুস্থতার ব্যাপারে পরামর্শও নেয়া হচ্ছে নিয়মিত। আজ এ চিত্রনায়কের জন্মদিন। তবে বিশেষ কোনো আয়োজন থাকছে না। ঘনিষ্ঠজন ছাড়া বাসায় কাউকে আসতেও নিষেধ করা হয়েছে। কারণ কোনোরকম রিস্ক নিতে রাজি নয় তার পরিবার। এ প্রসঙ্গে টিনা জানান, ‘ঘরোয়াভাবে তাকে আমরা উইশ করব। কিন্তু তাকে বিরক্ত করা বা বেশি কথা বলা থেকে বিরত রাখতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। তবে আমি কৃতজ্ঞ রিয়াজের ভক্ত, সহকর্মী এবং আত্মীয়স্বজনের কাছে। কারণ তাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে রিয়াজ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে।’ উল্লেখ্য, ১৯ অক্টোবর মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং লোকেশনে হার্ট অ্যাটাক হয় রিয়াজের। সেখান থেকে তাকে প্রথম উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে এবং পরবর্তীতে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার হার্টে চারটি ব্লক ধরা পড়লে জরুরি অস্ত্রোপচার করে একটি ব্লকে রিং পরানো হয়।