পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন

Slider জাতীয়


পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থানে মঙ্গলবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। আকস্মিক এ হামলার কারণে পাকিস্তানের আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট বাংলাদেশে না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

ফ্লাইট দুটি হচ্ছে তুর্কিয়ে থেকে আগত তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩)। উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড়ঘণ্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। তবে তারা নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে। ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *