রোববার লিবিয়ার উপকূল থেকে অন্তত ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের জাতীয় টেলিভিশন জানিয়েছে, ধারণা করা হচ্ছে, লিবিয়ার কোস্টগার্ডের সদস্যদের উদ্ধার করা লাশগুলো ইউরোপগামী অভিযাত্রীদের। লিবিয়া উপকূলের কোনো এক স্থানে ইউরোপগামী এই নৌকা ডুবে গেছে।
৪০ টি লাশ উদ্ধারের কথা স্বীকার করেছেন লিবিয়ার রেড ক্রিসেন্টের মুখপাত্র মাহমুদ আল মিসরাতিরও। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, জিলতেন, আলখামস ও কার্বোলি শহরের উপকূল থেকে ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার অভিযানে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যরাও সমন্বয় করেছে।
তবে জীবিত কাউকে পাওয়া গেছে কিনা সে সমপর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকেও কোন আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দেওয়া হয়নি এখন পর্যন্ত।