কারিগরি বোর্ডের ভুলে যশোরে দেড়শ’ শিক্ষার্থী ফেল!

Slider শিক্ষা
download_169594
কারিগরি শিক্ষা বোর্ডের ‘ভুলে’ যশোর বিসিএমসি কলেজ ও মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চম পর্বের ১৫০ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা সব পরীক্ষায় অংশ নিলেও দুই বিষয়ের ফল যোগ না হওয়ায় তারা অকৃতকার্য হয়েছেন। পরীক্ষা কেন্দ্র থেকে দুটি পরীক্ষায়  উপস্থিতির স্বাক্ষরখাতা শিক্ষা বোর্ডে না পাঠানোয় তারা ফেল করেছেন।
এ বিষয়ে প্রতিকার পেতে রোববার দুপুরে তারা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন।
তবে শিক্ষার্থীদের বক্তব্য পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন যশোর বিসিএমসি কলেজের জনসংযোগ কর্মকর্তা হাবিবুর রহমান রিপন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ভুল তথ্য দিয়ে কর্মসহৃচি পালন করছে। হাজিরা খাতা পরীক্ষা কেন্দ্র থেকে বোর্ডে পাঠানো না হলে ফল ‘উইথেলড বা অপ্রকাশিত’ থাকবে। কিন্তু তাদের ফেল দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে কারিগরি শিক্ষা বোর্ড ফল তৈরি করার সময় দুটি বিষয়ের নম্বর যোগ করেনি। কলেজ থেকে শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হয়েছে। সংশোধিত ফল দ্রুত প্রকাশ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *