সংসদ পুতুল নাচের। আইন প্রনেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন

Slider টপ নিউজ

98352_r-15

 

 

 

 

জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল তাদের ভুমিকা পালন করতে পারছে না বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জাতীয় সংসদকে পুতুল নাচের সংসদ ও আইন প্রনেতাদের অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেছে ওই সংস্থা।
রোববার দুপুরে ধানমন্ডি কার্যালয়ে দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন নিয়ে ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই মন্তব্য করে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংসদের অধিবেশন যখন চলে তখন আমাদের কাছে পুতুল নাচের নাট্যশালার মতো মনে হয়। ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য দাঁড়িয়েছে জাতীয় সংসদে। তিনি বলেন, সংসদীয় আচরণ সার্বিকভাবে হতাশাব্যঞ্জক। দশম সংসদে আগের তুলনায় সরকার দলীয়দের মধ্যকার পারস্পরিক প্রশংসার পরিমাণ বেড়েছে ১২গুণ। সেই সঙ্গে রাজনৈতিক এক জোটের সমালোচনা বেড়েছে ৯ গুণ। এসব জায়গায় স্পিকারেরও দায়িত্বেও ঘাটতি দেখা গেছে। ড. ইফতেখার আরও বলেন, বিধি অনুসারে সংসদীয় কমিটিগুলোর মাসে একটি করে বৈঠক করার কথা থাকলেও গত এক বছরে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে মাত্র চারটি। সংসদীয় বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সংসদের বর্তমান ‘কথিত বিরোধী দল’ বিরোধী দলের ভূমিকা পালন করছে না। তাদের কথিত বিরোধী দল বলছি এ কারণে যে, তাদের দায়িত্ব ও অবস্থান এখনও স্পষ্ট নয়। সংবাদ সম্মেলনে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন যৌথভাবে উপস্থাপন করেন গবেষক ফাতেমা আফরোজ, মোর্শেদা আক্তার এবং জুলিয়েট রোজেটি। এ সময় উপস্থিত ছিলেন- টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *