২১তম মন্ত্রিপরিষদ সচিব হতে যাচ্ছেন মোহাম্মদ শফিউল আলম। তিনি প্রশাসনের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। আজ বা কাল তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি হতে পারে বলে সরকারের উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। এরই মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন। এর আগে দীর্ঘ দিন তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব ছিলেন।