বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম আজ রোববার দুপুর ১২টায় সাধারণ মানুষের চিকিৎসা সেবার খোঁজখবর নিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময়ে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীগণ এবং ইনডোর ও আউটডোরের রুগীদের সাথে কথা বলেন।
বিশেষ করে জরুরি বিভাগের রুগীদেরকে ভর্তির পরে মূল ভবনে নেয়ার জন্য পথটি জটিল ও অতি সংকীর্ণ । এতে রুগী এবং রুগীর সাথের মানুষের অনেক অসুবিধা হয়। বহির্বিভাগের রুগীদের অপেক্ষা ও লাইনে দাঁড়িয়ে টিকেট নেয়ার জন্য জায়গাটি অপর্যাপ্ত, হাসপাতালের লিফটের অপর্যাপ্ততা নিয়ে কথা বলেন। উপরন্তু দীর্ঘদিন ধরে একটি লিফট অকেজো আছে। এটিকে চালু করা দরকার। এম্বুল্যান্স সুবিধার সার্বজনীনতা নিয়েও জানতে চান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এসব দেখা দরকার।
নাহলে, আগামীতে নির্বাচিত সরকারের মাধ্যমে জরুরি ভিত্তিতে জনসেবার সমস্যাগুলো সমাধান করা হবে। এ প্রসঙ্গে ডা. মাজহার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার হলো চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
এ সময় সাধারণ রুগীরা ছাড়াও গাজীপুর জেলা ড্যাবের সদস্যসচিব, ডা.মোঃ খলিলুর রহমান, জেনারেল সার্জারী প্রধান ডা. আবু বকর সিদ্দিক, নাক কান গলার সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, হাসপাতালের আর পি ডা. কামরুল করিম সহ বিপুল সংখ্যক কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।