আসামিরা হলেন-মুকছেদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামের মো. সুরুজ (২৯) ও মো. সেলিম (২৬) এবং রুইতা গ্রামের মো. রানা (২৮), মো. সিরাজ (৩২) ও মো. সাদ্দাম (২৭)।
পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে না বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে তার মেয়ে নানাবাড়ি থেকে ফেরার সময় আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি নির্জন বাড়িতে পালাক্রমে ধর্ষণ করে।
পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা হওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে কোনো তথ্য বা আলামত পাইনি।
“তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেডিকেল টেস্টের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং আসামিদের বিচারের দাবিতে ১ নভেম্বর জয়পাড়ায় মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে এলাকাবাসী।