গাজীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল।
বুধবার( ২৬ মার্চ) টঙ্গী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠান হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টঙ্গী পশ্চিম থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।
টঙ্গী পশ্চিম থানা ছাত্র দলের আহবায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ।
উক্ত অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।