দেশ পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হয় নির্বাচনের মাধ্যমে — ডাঃ মাজহার

Slider গ্রাম বাংলা


গাজীপুর:বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেন, একমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ও দেশ পরিচালনার জবাবদিহীতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাছাড়া, যে দল জনগণের কাছে পরীক্ষিত এবং জনপ্রিয়, তারাই নির্বাচন চায়– এটাই স্বাভাবিক। আর, যাদের জনপ্রিয়তা কম, তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপির একমাত্র ভরসা জনগণের ম্যান্ডেট।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির লক্ষ্যে আজ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), গাজীপুর জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের ডিএমপি ফিউশন কমপ্লেক্সে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, সংগঠনের প্রকৌশলী নেতা ইঞ্জিনিয়ার নিয়াজ আহমেদ ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মজিবর রহমান কাজল, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, জেলা ড্যাব নেতা ডা. কামরুল ইসলাম, ডা. এনামুল হক, কৃষিবিদ নেতা ড. মুকুল, মহানগর জিয়া পরিষদ যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান, যুবদলের মহানগর সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, কৃষক দলের সাধারন সম্পাদক খান জাহিদুল ইসলাম, সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয়তাবাদী কর্মচারীগণ দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ইফতার ও দোয়ার আয়োজন করেন। একই দিন গাজীপুর বিএনপি অফিসে জেলা জিয়া পরিষদের আয়োজনে অনুরুপ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *