শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি. গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া নগর হাওলা বড়চালা গ্রামে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটি কারখানার মালবাহী গাড়ি লক্ষ করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় ট্রাক চালক ও হেল্পার আহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ধনুয়া নগর হাওলা রিদিশা ফরমুলা ১ স্পিনিং লিমিটেডের একটি মালবাহী কন্টেইনার কারখানা থেকে সুতা বোঝাই করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে যাওয়ার সময়, এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে তিনটার দিকে পাচঁ সাতটি মোটরসাইকেল যুগে ১০/১২ জনের একটি দল দা, লাঠি পেট্রল বোমা ককটেল সহ হাতে অস্ত্র নিয়ে, কারখানার ভেতর থেকে ছেড়ে আসা একটি কভার ভ্যানের উপর গুলি করতে করতে গাড়ির সম্মুখে এসে আগুন লাগিয়ে দেয় কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এবিষয়ে, কারখানার এক্সিকিউটিভ অডিট আমিনুল ইসলাম বলেন, আমাদের কারখানার ওয়েস্টিজ মালামাল মকবুল মেম্বারের নামে তিনি দীর্ঘদিন ধরে এই কারখানা থেকে ওয়েস্ট ইজ মালামাল নিয়ে থাকেন। অন্যান্য দিনের তুলনায় আজকেও বেলা দেড়টার দিকে উনার নামেই কারখানা থেকে মালামাল বের হয়েছে, কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ঝুটের গাড়ি মনে করে আমাদের কারখানার শোতা বহনকারী একটি কন্টেনারে আগুন লাগিয়ে দেয়, কে বা কাহারা আমাদের গাড়িতে আগুন লাগিয়েছে এ বিষয়ে আমার জানা নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলায় একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। তবে গোলাগুলির ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ যদি অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।