গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জে জামায়াতে ইসলামীর একটি ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা সকলেই জামায়াতে ইসলামীর কর্মী। হামলার জন্য জামায়াত বিএনপিকে দায়ী করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) কালিগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতের একটি ইউনিটের ইফতার মাহফিল ছিল। অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা হলে কমপক্ষে ৮ জন জামায়াত কর্মী আহত হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
রাতে স্থানীয় জামায়াত নেতারা সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপিমতাদের ইফতার মাহফিলে হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। হামলার সময় রাজু আহমেদ নামে জামায়াতের একজন কর্মী নিঁখোজ বলে দাবী করে অবিলম্বে তাকে উদ্ধারের আহবান জানানো হয়। একই সঙ্গে হামলার সময় ৫/৬ টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে দাবী তাদের।
কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোঃ খায়রুল বাসার বলেন, আমাদের একটি ইফতার মাহফিলে হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়। তাদের মধ্যে তিন জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন।
এ বিষয়ে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমরা হামলা করি নাই। তারাই আমাদের উপর হামলা করেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।