শনিবার দুপুরে বংশী নদীর বক্তারপুর মাঝিপাড়া ঘাট থেকে এক যুবক ও আশুলিয়ার বুড়িবাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝিপাড়া ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
“তার পরনে শুধু একটি কালো রঙের প্যান্ট রয়েছে। মুখ বিকৃত হওয়ায় তার বয়স বোঝা যায়নি।”
তিন-চার দিন আগে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি মহসিন কাদির বলেন, বুড়িবাজার থেকে উদ্ধার করা আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর মৃতদেহে শাড়ি প্যাঁচানো ছিল।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।