লক্ষাধিক অসহায় এতিম ও সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার করানো হবে

Slider গ্রাম বাংলা


গাজীপুর: মাসব্যাপী গণইফতারে যোগদান করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। আর তাকে স্বাগত জানিয়ে লক্ষাধিক অসহায় এতিম ও সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার করানোর ঘোষনা দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জরুল করিম রনি।

মঙ্গলবার ( ১১ মার্চ) টঙ্গীতে স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গণইফতারের তৃতীয় দিনে যোগ দেন জিএমপি কমিশনার।

গাজীপুরে এই প্রথম সুবিধাবঞ্চিত মানুষের জন্য গণ ইফতারে পুলিশ কমিশনারকে স্বাগত জানিয়ে রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এতিম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর মহানগরের চারটি পয়েন্টে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে। গাজীপুর শহরের পর এবার দ্বিতীয় ধাপে টঙ্গীতে গণইফতার চলছে। প্রতিদিন ইফতারের পূর্বে বেগম জিয়ার রোগমুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মৃত ব্যাক্তিদের আত্মার শান্তি কামনায় কামনায় দোয়া করা হচ্ছে। এই ধাপের গণইফতার চলবে আগামী শনিবার পর্যন্ত। এর আগে ২ মার্চ গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় যা ৮ মার্চ পর্যন্ত চলে। এরপর কোনবাড়ি ও কাশিপুরেও অনুরুপ গণইফতার চলবে। সারা মাসে চারটি পয়েন্টে লক্ষাধিক মানুষ গণইফতারে শরীক হবেন বলে আশা করছেন আয়োজকরা।

রনি আরো বলেন, কোন দিন গাজীপুর মহানগরে কোন দল বা নেতা গরীব এতিম ও অসহায় মানুষদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেনি। বিএনপির ভারপ্রাপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই প্রথম গাজীপুরে মাসব্যাপী গণইফতারের ব্যবস্থা করেছি। গণইফতারের আগে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও শহীদ জিয়া সহ সকল শহীদ ও মৃত ব্যাক্তিদের আত্মর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গণ ইফতারে যোগ দিয়ে জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, গরীব অসহায় মানুষের জন্য এ ধরণের আয়োজনে পুলিশের সব ধরণের সহযোগিতা থাকবে। তিনি এই আয়োজনের প্রশংসা করে বক্তব্য রাখেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গীর গণইফতার কার্যক্রম চলছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, বিএনপি নেতা গাজী মহসিনসহ টঙ্গী পূর্ব থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এসময় আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্বথানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গজিপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা যায়, মাসব্যাপী এ কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির আহবায়ক গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননি ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন। আপ্যায়ন কমিটির আহবায়ক সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল। শৃঙ্খলা কমিটির আহবায়ক মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকম মোফাজ্জল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *