রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের এমসি বাজারের ইজারার দখল নিয়ে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতাকর্মীদের অ-স্ত্রে র মহড়া।
মাথায় লাল কাপড় বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে প্রকাশ্যে চাঁদা তোলার ঘোষণা দেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু।
শনিবার বিকালে এমসি বাজারের মহাসড়কের পাশে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর মাইকে ঘোষণা দিয়ে তাকে বাজারের চাঁদা প্রদানের হুমকি প্রদান করে।সেই সাথে জোর পুর্বক শতাধিক দোকান থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করেন। প্রকাশ্যে অস্ত্রের মহড়া সহ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ এসে ভীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।