পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রমÍুতি চলাচালে শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সানজু নামের একটি শিশু মারা যায়। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে চকবাজার থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। আশুরা উপলক্ষে শনিবার ভোররাতে তাজিয়া মিছিলের জন্য হোসেনী দালানে সমবেত হন শিয়া মতাবলম্বীরা। সেখানে কয়েক হাজার মানুষ ছিলেন। আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও ছিল। ঘটনাস্থল থেকে আরও দুটি বোমা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।