ব্র্যান্ড মূল্যের বিচারে বিশ্বের সেরা ১০ অ্যাথলেটের তালিকায় এবারও জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। র্যাঙ্কিংয়ের আট নম্বরে আছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফোর্বস সাময়িকীর প্রকাশ করা এই তালিকার সেরা দশে জায়গা হয়নি অনেকেই মতেই বর্তমানের সেরা ফুটবলার লিওনেল মেসির। গত বছরের তালিকায় নবম স্থানে ছিলেন আর্জেন্টিনার এই তারকা।
ফোর্বসের উপাত্ত অনুযায়ী, রোনালদোর ব্র্যান্ড মূল্যের পরিমাণ এক কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তালিকার সবার উপরে থাকা গলফার টাইগার উডসের ব্রান্ড মূল্য ৩ কোটি ডলার।
তৃতীয় স্থানে আছেন টেনিস তারকা রজার ফেদেরার (২ কোটি ৭০ লাখ ডলার), পঞ্চম স্থানে আছেন ভারতের ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি (২ কোটি ১০ লাখ ডলার) ও ষষ্ঠ স্থানে আছেন গতিমানব উসাইন বোল্ট (১ কোটি ৮০ লাখ ডলার)।
গত বছর রোনালদোর ব্র্যান্ড মূল্য ছিল এক কোটি ৭০ লাখ ডলার, সেবার সপ্তম স্থানে ছিলেন তিনি।
ক্রীড়া বিশ্বের সবচেয়ে দামি ১০ ক্লাবের তালিকাও প্রকাশ করেছে ফোর্বস। এ অনুযায়ী ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দামি রোনালদোর দল রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম দলটির মূল্য ৩০ কোটি ১০ লাখ পাউন্ড।
দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ২৮ কোটি ৯০ লাখ পাউন্ড আর বার্সেলোনার মূল্য ২৮ কোটি ৩০ লাখ পাউন্ড।