গাজীপুর: মেধাবী তৈরির ঐতিহ্যবাহী সূতিকাগার গাজীপুর মহানগরের চান্দনা স্কুল ও কলেজের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ষোল বছরে অধপাতের তলানিতে পৌঁছে দিয়েছে।
দেশের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, ন্যায়নীতি ধ্বংসের সাথে তারা পবিত্র বিদ্যানিকেতনের শিক্ষকদেরকে অপবিত্র করার অপচেষ্টা করেছে। শিক্ষকদের মর্যাদাকে ভোট চুরির মাধ্যমে ভূলুন্ঠিত করেছে। এসকল আচার-ব্যবহার পরিবর্তনের সময় এসেছে। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠিত হলে শিক্ষার মান সমুন্নত হবে।
এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমীন, দাতা সদস্য ফয়সল সরকার, অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আকরাম হোসেন সহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এর আগে নবগঠিত পরিচালনা কমিটিকে সবাই ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা জানান।