গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা, আহত ১৫

Slider ফুলজান বিবির বাংলা


গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসীর হামলায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তারা হলেন— শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।

আহত সৌরভের বন্ধু পিয়াস বলেছেন, “রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।”

আহতদের মধ্যে শুভ শাহরিয়া গাজীপুরের সাইন বোর্ডের কামারজুরি এলাকার ফজলুর ছেলে। ইয়াকুবের বাড়ি গাজীপুর গাছা থানার শরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মেহের আলীর ছেলে। সৌরভের বাড়ি টঙ্গি পূর্ব থানার মধুমিতা রোডে। তিনি ওই এলাকার গণেশ ঘোষের ছেলে। কাশেমের বাড়ি গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকায়। তিনি মৃত হাজী জামালের ছেলে। অপরদিকে হাসানের বাড়ি জয়দেবপুর থানার জোড়পুকুর এলাকায়। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *